ক্যালেন্ডারের পাতায় দিন যতই গড়াচ্ছে ততই আমরা অন্ধকার থেকে গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। আজ যেন কোনো পথ প্রদর্শকই অবশিষ্ট নেই যে পথ হারিয়ে অন্ধকার গন্তব্যে পাড়ি দেওয়া পথিককে সচেতনভাবে পথ দেখাবে। নিজেরাও ধর্ম-কর্র্ম থেকে দূরে সরে নীতি-নৈতিকতার দৃষ্টিশক্তি হারিয়ে...